History

ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠান পরিচিতি

জাতীয় উৎপাদন বৃদ্ধিতে সরাসরি অবদান রাখার জন্য দক্ষ সম্পদ গড়তে 1965 সালে সারাদেশে 51(একান্ন) টি ভোকেশনাল ট্রেনিং েইসস্টিটিউট স্থাপিত হয়। যার মধ্যে ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্রে 2.95 একর জমির উপর ঠাকুরগাঁও ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।

কারিগরি শিক্ষাকে যুগপযোগী এবং আধুনিকায়ন পূর্বক (সাধারণ ও কারিগরি শিক্ষাকে সমন্বয় করে) 1997 সালে এস এস সিও 2000 সালে এইচ এসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম চালু হয়। 2003 সনে শিক্ষ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল ও কলেজ নামকরণ করা হয়। এর পর কারিগরি শিক্ষার আরো উচ্চ শিক্ষা প্রদানের লক্ষে 2016 খ্রি: থেকে অত্র প্রতিষ্ঠানে ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হয়।